সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিষয়টি নিজেই খোলাসা করলেন মুল্ডার

স্পোর্টস ডেস্ক
  ১১ জুলাই ২০২৫, ১৩:৩৩
ছবি-সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাসের খুব কাছে গিয়েও শেষমেশ ভাঙেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটার উইয়ান মুল্ডার। সে ম্যাচের অধিনায়ক ছিলেন তিনি। ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড থেকে যখন তিনি ছিলেন মাত্র ৩৩ রান দূরে, তখনই নিজেই ইনিংস ঘোষণা করে দেন। 

মুল্ডার ম্যাচ শেষে বলেছিলেন, ‘ব্রায়ান লারার রেকর্ড থাকা উচিত, এটাই সঠিক।’ তবে বিষয়টা নিয়ে চটেছেন খোদ ব্রায়ান লারা। নিজে তাকে ফোন করে বকেছেন রেকর্ডটা ভাঙার চেষ্টা না করায়।

বিষয়টা নিজেই খোলাসা করলেন মুল্ডার। সুপারস্পোর্টকে মুল্ডার জানান, ‘পরিস্থিতি একটু শান্ত হবার পর ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, আমি আমার নিজের ইতিহাস গড়ছি, তাই আমার সামনে যখন সুযোগ ছিল, তখন রেকর্ডটা ভাঙার চেষ্টা করা উচিত ছিল। উনি বলেছেন, রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। আবার যদি এমন সুযোগ আসে, তিনি চান আমি যেন ৪০০–এর বেশি রান করি।’

তবে লারার সেই মন্তব্যের পরও নিজের সিদ্ধান্তে আফসোস হচ্ছে না মুল্ডারের। তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমার কাছে খেলাটাকে সম্মান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লারা খেলেছিলেন ৪০০ রানের ইনিংস। সেই রেকর্ডটার ৩৩ রানের দূরত্বে থেকেও তা ভাঙেননি মুল্ডার। তবে রেকর্ড কিছু ঠিকই গড়ে ফেলেছেন তিনি।  মুল্ডারের ৩৬৭ রানের ইনিংস এখন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

তবে লারার মতো ক্যারিবিয়ান ব্যাটিং তারকা ক্রিস গেইলও মুল্ডারের সিদ্ধান্তে হতাশ। তিনি ‘টকস্পোর্ট’-কে বলেন, ‘মুল্ডার হয়তো ভয় পেয়ে গিয়েছিল, ভুল করে ফেলেছে। ৪০০ রানের সুযোগ জীবনে বারবার আসে না। সুযোগ যখন আসে, তখন সেটিকে কাজে লাগাতে হয়। আপনি যদি কিংবদন্তি হতে চান, তাহলে তো রেকর্ড গড়তে হবে। কিংবদন্তিদের সঙ্গে রেকর্ডই মানায়।’

মন্তব্য করুন