চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন জোফরা আর্চার। ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচের (লর্ডস টেস্ট) জন্য ঘোষিত ইংল্যান্ডের একাদশে জায়গা পেয়েছেন এই পেসার।
বুধবার (১০ জুলাই) শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পাননি গাস অ্যাটকিনসন।
প্রথম দুই টেস্টে খেলা জোশ টাংককে একাদশ থেকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে আর্চারকে। এই সিরিজে এখন পর্যন্ত সর্বাধিক ১১ উইকেট নিয়েছেন টাংক। তবে তাকে বাদ দিয়ে চার বছর পর টেস্ট দলে ফিরলেন আর্চার, যার শেষ টেস্টও ছিল ভারতের বিপক্ষে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে।
এজবাস্টনে ভারতের কাছে হারের পর অ্যাটকিনসনকে দলে নেওয়া হলেও তাকে লর্ডস টেস্টে খেলানো হচ্ছে না। ফিটনেস ধরে রেখে সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে তাকে। মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সর্বশেষ খেলেছিলেন অ্যাটকিনসন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিবৃতিতে বলা হয়েছে, ‘সাসেক্সের ফাস্ট বোলার জোফরা আর্চার ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচের জন্য একাদশে ফিরেছেন। ৩০ বছর বয়সি এই ডানহাতি পেসার ২০২১ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার টেস্ট দলে ফিরছেন এবং এটি তার ১৪তম টেস্ট হতে যাচ্ছে।’
ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন আর্চার, গড় ৩১.০৪। সমালোচনার মুখে থাকলেও দলে রাখা হয়েছে জ্যাক ক্রলি ও ক্রিস ওয়াকসকে।
লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওয়াকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়াইব বশির।
মন্তব্য করুন