ব্যাটিং ধসে প্রথম ম্যাচ হাতছাড়া হয়েছে, দ্বিতীয়টিতে এসেছে জয়। তিন ম্যাচের সিরিজ তাতে রক্ষা হয়েছে। আজ শেষ ওয়ানডে রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
সিরিজ নির্ধারণী এমন ম্যাচের আগে শঙ্কার হয়ে আছে নাজমুল হাসান শান্তর চোট। গত শনিবার দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি।
বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের মাংসপেশিতে আঘাত পান শান্ত। জানুয়ারি মাসেও শান্ত একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। তখন দীর্ঘ বিশ্রাম শেষে ফিরেছিলেন। ওইদিন চোট পাওয়ার পর আর মাঠে নামেননি। তাতেই শঙ্কা জাগে।
বিসিবির সূত্র জানিয়েছিল, শান্তর চোটের অবস্থা পর্যবেক্ষণে রয়েছে। মেডিক্যাল টিম সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন। অনুশীলনেও এসেছিলেন। সোমবার সংবাদ সম্মেলনে আসা পারভেজ হোসেন ইমন অবশ্য সুখকর খবরই শুনিয়েছেন।
শান্তর ইনজুরির খবর জানিয়ে ইমন বলেন, ‘আমরা তো খেলার মধ্যেই আছি, আমরা প্রায় রেডি। (নাজমুল হোসেন) শান্ত ভাই এখন পর্যন্ত ভালো আছে, আলহামদুলিল্লাহ।’
পঞ্চাশ ওভারের তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে ফিরেছে সিরিজে। সবশেষ ম্যাচটি এখন বাঁচা-মরার। ওই ম্যাচে অধিনায়ক মিরাজ দলে শান্তকে পাবেন কিনা, তা জানা যাবে একাদশ ঘোষণার পর।
মন্তব্য করুন