দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারাল বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৭৭ রানে।
দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।
দলের হয়ে কুশাল মেন্ডিস ১১৪ বলে ১৮ বাউন্ডারিতে সর্বোচ্চ ১২৪ রান করেন। চারিথ আসালাঙ্কা ৬৮ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে করেন ৫৮ রান। ৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৫ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৪৮ রানে ২ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারে ৫১ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, শামিম হোসেন পাটোয়ারী ও তানভির ইসলাম।
৩০০ বলে ২৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৩৯.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয়।
দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। ২৭ রান করেন জাকের আলি। ২৮ রান করেন মেহেদি হাসান মিরাজ।
৯৯ রানের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে শ্রীলংকা। দলের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন আসিতা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা। দুটি করে উইকেট নেন দুনিত ওয়ালালাগে এবং ওয়ানেন্দু হাসারাঙ্গা।
মন্তব্য করুন