বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইতালিতে ‘সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ মে ২০২৫, ১১:৪৬

ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সামাজিক মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উস্কানি’ দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রিপরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‌‘জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না। তাদের এখনই বহিষ্কার করা হোক।’  

ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসার খবরে বলা হয়, আটক ওই দুই বংলাদেশি সামাজিকমাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন।  

সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদের আটক করা হয়। তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর। 

আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। 

মন্তব্য করুন