উগান্ডার সেনাপ্রধান বিরোধীদলীয় নেতার শিরশ্ছেদ করতে চান
উগান্ডার সেনাবাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা বলেছেন, তিনি দেশের প্রধান বিরোধী নেতার শিরশ্ছেদ করতে চেয়েছিলেন। জেনারেল কাইনেরুগাবা আফ্রিকার এই দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনির ছেলে। গত বছরের মার্চে ছেলে কাইনেরুগাবাকে দেশের সামরিক বাহিনীর প্রধান পদে নিযুক্ত করেন প্রেসিডেন্ট ইওওয়েরি। সোমবার (৬