গত ২৪ ঘন্টায় ইউরোপের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সংক্ষেপ হলো-
মার্কিন শুল্কের প্রতিক্রিয়া: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের উপর যে ২০% শুল্ক আরোপের ঘোষণার প্রেক্ষিতে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু সতর্ক করেছেন যে, এই শুল্কের ফলে ফ্রান্সের জিডিপি প্রবৃদ্ধি ০.৫ শতাংশ পয়েন্টের বেশি হ্রাস পেতে পারে। তিনি এই শুল্ককে 'অযৌক্তিক' বলে অভিহিত করেছেন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন। (রয়টার্স)
ইসিবি'র সতর্কবার্তা: ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের নীতিনির্ধারক ইসাবেল শ্নাবেল উল্লেখ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে ইউরোজোনের অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করেছেন যে এই অনিশ্চয়তা আরও বাড়তে পারে।
ইতালির প্রতিক্রিয়া: ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিওর্জেত্তি পাল্টা শুল্ক আরোপের বিপক্ষে সতর্ক করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নকে বাজেটের ক্ষেত্রে নমনীয়তা প্রদানের আহ্বান জানিয়েছেন যাতে সদস্য রাষ্ট্রগুলো এই শুল্কের প্রভাব মোকাবিলা
করতে পারে। (রয়টার্স)
ইউরোপীয় শহরগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ: জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং পর্তুগালের শহরগুলোতে শত শত মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন, যা ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর সংঘটিত হয়েছে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক ইসাবেল শ্নাবেল উল্লেখ করেছেন যে নতুন মার্কিন শুল্কের ফলে ইউরোজোনে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে এবং এটি আরও খারাপ হতে পারে।
স্পেনে আবাসন সংকটের প্রতিবাদ: স্পেনের ৪০টি শহরে শত সহস্র মানুষ আবাসন সংকট এবং পর্যটকদের জন্য সংরক্ষিত ফ্ল্যাটের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মাদ্রিদে প্রায় ১.৫ লাখ মানুষ রাস্তায় নেমে আসে, যা দেশের বাড়তি পর্যটন এবং স্বল্পমেয়াদি ভাড়ার কারণে সৃষ্ট আবাসন সংকটের প্রতিফলন। (রয়টার্স)
রাশিয়া-ইউক্রেন সংঘাত: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে যে ইউক্রেন তাদের জ্বালানি অবকাঠামোর উপর হামলা বাড়িয়েছে, যা মার্চ মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ৩০ দিনের মোরাটোরিয়ামের পরিপন্থী। ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
বিরোধী দলের কর্মসূচিতে অংশ নেওয়ায় তুরস্কে ১১ জনকে গ্রেফতার: আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ। তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।
সংকলনে : মিরন নাজমুল।
মন্তব্য করুন