বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ বিভাগ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, চক্রের সদস্যরা জিলিব আল-শুয়েখ এলাকার প্রবাসীদের ভ্রাম্যমাণ বাজারে (ফুটপাতে) কর্মরত বেশ কয়েকজন বিক্রেতার কাছ থেকে অর্থ আদায় করছে। অর্থ দিতে না চাইলে ব্যবসায়ীদের হয়রানি ও হুমকি দিচ্ছে।
এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, দলের বাকি সদস্যদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কুয়েতে চাঁদাবাজিসহ অপরাধমূলক কোনো কিছু দেখলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়ের অপরাধ বিভাগ।
মন্তব্য করুন