স্পেনের বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উদ্যোগে ও সিটি কাউন্সিলের সহযোগিতায় মেলা আয়োজিত হবে।
আগামী ১৩ জুলাই আয়োজিত হতে যাওয়া মেলার প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাহাদুল সুহেদ, ছালাহ উদ্দিন, সাদিয়ান আহমেদ সাদিসহ অন্যান্য সদস্য।
সভায় আয়োজকরা জানান, এবারের মেলা রবিবার অনুষ্ঠিত হওয়ায় পূর্বের মতো গভীর রাত পর্যন্ত চলবে না, রাত ১১টার মধ্যেই আয়োজন সমাপ্ত হবে। তবে অনুষ্ঠান থাকবে উৎসবমুখর ও বৈচিত্র্যময়। মেলায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি ক্লোজআপ ওয়ানের লিজাসহ একঝাঁক বাংলাদেশি শিল্পী অংশগ্রহণ করবেন এ আয়োজনে। থাকবে ১০টি দেশীয় খাবারের স্টল, যা প্রবাসে বাংলা স্বাদের অনুভূতি এনে দেবে।
নিরাপত্তা প্রসঙ্গে আয়োজকরা জানান, মেলার ভেন্যু রাভাল চত্বর হওয়ায় এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু ও নিরাপদ মেলা আয়োজনের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার, ৪ জুলাই স্থানীয় মধুর ক্যান্টিনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে দু’পর্বের অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা ও সিনিয়র সহ-সভাপতি শফিক খান।
এ সময় আয়োজক সংগঠনের সদস্য, উপদেষ্টা পরিষদসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন