বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

প্রবাহ বাংলা নিউজ
  ২৮ মে ২০২৫, ১১:২৫

ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ মিয়া নামের (৩৫) এক বাংলাদেশির নিহত হয়েছেন। রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) মারিনো দি আরদেয়া এলাকায় আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশনে) দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

নাহিদ মিয়ার দেশের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছেন।

ব্যক্তি জীবনে নাহিদ মিয়া বিবাহিত এবং পরিবার ইতালিতে থাকেন। তার দুটি সন্তান রয়েছে, ছেলের ৫ বছর এবং মেয়ের বয়স ৭ মাস। তাকে বাঁচাতে হাসপাতালে নেওয়ার পথে হেলিকপ্টার আসার কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার অকাল মৃত্যুতে অভিবাসী পরামর্শক এম রহমান লিটন প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাস কথা পরিবার শোক প্রকাশ করেছেন।

এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যের প্রার্থনা করেন আল্লাহর কাছে।

মন্তব্য করুন