বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কুইন্স বরো প্রেসিডেন্টের অ্যাওয়ার্ড পেলেন সেলিনা শারমিন

হাকিকুল ইসলাম খোকন
  ২৮ মে ২০২৫, ১২:৩৪

এশিয়ান আমেরিকান হেরিটেজ মাস উদযাপন করলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র। গত ১৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজন হয় কুইন্স বরো হলের হেলেন মার্শাল কালচারাল সেন্টারে।

এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ উদযাপনে কুইন্সের এশিয়ান বংশোদ্ভুত ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে অন্যতম বাংলাদেশি বংশোদ্ভুত সেলিনা শারমিন। 

সেলিনা শারমিন কুইন্স পাবলিক লাইব্রেরি সিস্টেমের সাউথ জ্যামাইকা লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট কম্যুনিটি লাইব্রেরি ম্যানেজার। ছয়জনের মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশি। অন্য পাঁচজন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি হলেন এডুইন ওং, ইয়োন পার্ক, নেলা পিনেডা—ম্যাকরন, ফেফে এনগোনো এবং ইয়ানকি শেরিং।

অনুষ্ঠানের সূচনাতেই কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস কুইন্সের উন্নয়নে এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ডারদের অবদান শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। 

তিনি বলেন, কুইন্স হচ্ছে ওয়ার্ল্ডস বরো— কারণ এই বরোতে মানুষ দুইশ’রও বেশি ভাষায় কথা বলে। এশিয়ানদের এগিয়ে যাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে পিকক ড্যান্স, কয়্যার, শিব ও পার্বতীর গল্প নিয়ে ড্যান্স (আপন ফাউন্ডেশন), ফিলিপিনো ট্রাডিশনাল ড্যান্স পরিবেশিত হয়।

মন্তব্য করুন