বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে শিয়া-সুন্নির দ্বন্দ্ব, নিহত ১১০

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৫
ছবি-সংগৃহীত

পাকিস্তানের কুররাম জেলায় চলমান সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১৫২ জন। গত আটদিনের বেশি সময় ধরে সেখানে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। 

যদিও এরই মধ্যে দুই পক্ষ সংঘর্ষ এড়াতে চুক্তি করেছে। তবে কোনোভাবেই সহিংসতা থামছে না।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পেশোয়ার-পারাচিনার প্রধান মহাসড়ক টানা অষ্টম দিনের জন্য বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কার্যক্রম।

তাছড়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

মূলত শিয়া মুসলিমদের একটি গাড়ী বহরে এক বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার পর শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা।

সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে।

কুররাম এলাকাটির সঙ্গে আফগানিস্তানের কয়েকটি প্রদেশের সীমান্ত আছে। আফগানিস্তানের ওই এলাকাতেও শিয়া বিরোধী বিভিন্ন গোষ্ঠী সক্রিয় আছে।

মন্তব্য করুন