জার্মানির শিক্ষাব্যবস্থা অভিবাসী এবং অভিবাসী পরিবারের শিক্ষার্থীদের যথেষ্ট সহায়তা দিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্গানাইজেশন অব ইকোনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) শিক্ষা বিষয়ক পরিচালক আন্ড্রেয়াস শ্লাইশার৷
এমন ঘাটতির ফলে দেশের স্কুলগুলোতে এর প্রভাব পড়ছে বলে সতর্ক করেছেন তিনি৷
জার্মানির সংবাদপত্র স্টুটগার্টার সাইটুংকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থা যদি অভিবাসী পরিবারের সন্তানদের জন্য যথেষ্ট অথবা সফলভাবে সহায়ক না হয় তাহলে এটি একটি বড় সমস্যা৷’’
এই সমস্যার জন্য প্রিস্কুলের অভাব এবং রাষ্ট্রের সম্পদের অসম ব্যবহারকে দায়ী করেন তিনি৷
তার মতে, সব শিশুর ভাষাগত দক্ষতা অর্জনের জন্য যথেষ্ট সুযোগ-সুবিধা সম্পন্ন প্রিস্কুল এবং শিক্ষার জন্য শক্তিশালী ম্যান্ডেট থাকা প্রয়োজন৷ এরমধ্যে রয়েছে বাধ্যমতামূলকভাবে ভাষাগত দক্ষতা যাচাই এবং শিক্ষার্থীদের কী প্রয়োজন তা চিহ্নিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া৷
ওইসিডির এই পরিচালকের মতে, জার্মানি এই খাতে যথেষ্ট অবদান রাখছে না৷ একটি শ্রেণীকক্ষে যখন অনেক শিক্ষার্থী ভাষাগত দক্ষতার ঘাটতিতে থাকে তখন তা পরিচালনা করা শিক্ষকদের জন্যও কঠিন হয়ে পড়ে৷
মন্তব্য করুন