২০২৪ সালে বেলজিয়াম থেকে ৭৭৪ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশু নিখোঁজ হয়েছে৷ যাদের মধ্যে অন্তত ১০১টি নিখোঁজের ঘটনা ‘‘অত্যন্ত উদ্বেগজনক’’ বলে চিহ্নিত করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ৷
বেলজিয়ামের পরিবেশবাদী গ্রিনস পার্টি থেকে নির্বাচিত আইনপ্রণেতা ম্যাটি ভান্দেমায়েলে দেশটির স্থানীয় দৈনিক দ্যো স্ট্যান্ডার্ড-কে বুধবার এ তথ্য জানিয়েছেন৷
তিনি জানান, এত বিপুল সংখ্যক নিখোঁজদের মধ্যে মাত্র ২৪৬ জনকে খুঁজে পাওয়া গেছে৷ বাকি পাঁচ শতাধিক শিশু এখনও নিখোঁজ৷
প্রতিবেদন অনুযায়ী, যেসব শিশুর বয়স ১৩ বছরের নিচে, যাদের শেষবারের মতো ঝুঁকিপূর্ণ বা সন্দেহভাজন এলাকায় দেখা গেছে এবং যাদের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা আছে এমন শিশুর নিখোঁজের ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷
এই সংখ্যাটি ২০২৩ সালের মতোই উদ্বেগজনক৷ ধারাবাহিকভাবে প্রতি বছর শত শত সঙ্গীবিহীন শিশু বেলজিয়াম থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে৷
'নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার'
সংসদ সদস্য ভান্দেমায়েলে বলেন, “অভিভাবক ছেড়ে আসা অভিবাসী শিশুরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে৷ সরকার তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এটি অত্যন্ত লজ্জাজনক ব্যর্থতা৷’’
তিনি বেলজিয়ামের আশ্রয় ও অভিবাসন মন্ত্রী আনেলিন ভান বশুইত এবং বিচারমন্ত্রী আনেলিস ফেরলিনডেনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এসব শিশুদের রক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়৷
ভান্দেমায়েলের প্রস্তাব অনুযায়ী, কোনো শিশু কেউ একা বেলজিয়ামে পৌঁছালে সঙ্গে সঙ্গে যেন তার জন্য একজন অভিভাবক বা অভিভাবকতুল্য তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিশুদের জন্য ব্যক্তিকেন্দ্রিক সহায়তা এবং যত্ন নিশ্চিত করতে হবে। যাতে তারা শহর বা আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ না হয়ে যায়৷
তিনি বেলজিয়াম সরকারকে ইউরোপীয় ইউনিয়নের একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরিতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। যাতে শিশু নিখোঁজ হওয়ার প্রবণতা কমানো যায়৷
ইউরোপজুড়ে নিখোঁজ শিশুদের অনুসন্ধান ও সুরক্ষায় কাজ করা সংস্থা ‘চাইল্ড ফোকাস’ আগেই এমন একটি পরিকল্পনার পরামর্শ দিয়েছিল৷
ইউরোপে আগেও দেখা গেছে যে নথিভুক্ত না হওয়া, অপর্যাপ্ত নজরদারি ও সহায়তার অভাবে হাজার হাজার শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে৷
বিশেষজ্ঞদের মতে, অভিভাক ছাড়া আসা শিশুরা কেবল অভিবাসনপ্রার্থী নয় বরং সবচেয়ে ঝুঁকিতে থাকা একটি মানবিক গোষ্ঠী। যাদের সুরক্ষা নিশ্চিত করা ইউরোপের প্রতিটি দেশের দায়িত্ব হিসেবে নেওয়া উচিৎ৷
মন্তব্য করুন