শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৯ বিমানের যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ১১:১১

দক্ষিণ কোরিয়ার বুসানে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৯ যাত্রী এবং পাইলট-সহ সাত জন বিমানকর্মী।

জিমহায়ে বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই রানওয়েতে চলাকালীন আগুন ধরে যায় এয়ার বুসানের বিমানটিতে। সে দেশের সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানাচ্ছে, সে সময় বিমানটি হংকংয়ে উড়ান শুরু করতে চলেছিল। কিন্তু সে সময় হঠাৎই বিমানের পিছনের অংশে আগুন ধরে যায়।

বিমানবন্দরের দমকল কর্মীরা দ্রুত রানওয়েতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এক জন যাত্রী সামান্য চোট পেলেও অন্যদের সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ১৮১ জন যাত্রী এবং বিমানকর্মীকে নিয়ে দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ধাক্কা খেয়েছিল একটি বিমান। ১৭৯ জনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়।

মন্তব্য করুন