শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮

সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করল পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৮ অক্টোর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই ব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে রায় দেন। এরপর সরকার এই ব্যবস্থাটি তুলে নিলো।

পাকিস্তান সরকারের বাতিল করা কোটা ব্যবস্থায় মৃত সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীর সন্তানরা উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি পেতেন।

পাকিস্তানি এক্সপ্রেস ট্রিবিউন জানায়, রায়ের তারিখ থেকে কোটা বাতিলের সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। তবে মৃত সরকারি চাকরিজীবীদের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা এখনও পাচ্ছে। 

আর যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে তাদের জন্য কোটা বহাল থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের আগে ওই কোটার মাধ্যমে যারা সরকারি চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

মন্তব্য করুন