স্পেনের রাজধানী মাদ্রিদে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের বেশ কয়েকটি মসজিদে রোজাদার মুসল্লিদের সম্মানে ইফতার দেওয়া হয়।
লাভাপিয়েস এলাকার বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে প্রায় সাড়ে ছয়শত রোজাদার মুসল্লিদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। বায়তুল মোকাররম বাংলাদেশ জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে ঢাকা জেলা বাসী ছাড়া ও মাদ্রিদের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার শেষে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদ, উপদেষ্টা ইনসাফ সুমন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে বাঙালি মুসলমান ছাড়াও বিভিন্ন কমিউনিটির রোজাদার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগঠনের পাশাপাশি মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রোজাদারদের জন্য দেশীয় ইফতারি পরিবেশন করা হয়। ইফতার অনুষ্ঠানের পরে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে ইফতারে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
মন্তব্য করুন