শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্পেনে ‘ঢাকা ফ্রুতাসের’ ইফতার মাহফিল

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
  ২৩ মার্চ ২০২৫, ২১:০২

ঢাকা ফ্রুতাস, স্পেনিশদের কাছে পরিচিত একটি নাম। যার সুনাম স্পেনিশ প্রশাসন থেকে শুরু করে নাগরিকের মুখে মুখে। তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হওয়ার পাশাপাশি স্পেনিশসহ বিভিন্ন দেশের আরও শতাধিক কর্মী এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

স্পেনের রাজধানী মাদ্রিদে ঢাকা ফ্রুতাসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার(২২ মার্চ) মাদ্রিদের ৩ টি মসজিদে রোজাদার মুসল্লীদের সম্মানে ইফতার দেওয়া হয়।

বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে প্রায় সাড়ে ছয়শত মুসল্লী ইফতারে অংশগ্রহণ করে। 

ইফতারে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ঢাকা ফ্রুতাসের চেয়ারম্যান আল আমিন মিয়া ও তামিম ইকবাল, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মোজাক্কির, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি ইন স্পেনের সভাপতি মিলটন ভুঁইয়া কচি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নরসিংদী জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত  পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। 

মন্তব্য করুন