শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শবনম ফারিয়ার এক পোস্টে বেকার হলেন রাকিব

বিনোদন ডেস্ক
  ২৪ মার্চ ২০২৫, ১২:০০

অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি গেল সেই যুবকের। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেত্রী জানান, অভিযুক্ত রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন।

জানা গেছে, গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান কু-মন্তব্য করেন। তার সে আপত্তিকর মন্তব্য নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন ফারিয়া। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান ফারিয়া।

পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাজিদা ফাউন্ডেশন। অবশেষে তদন্তে সত্যতা মেলায় অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি।

রাকিবুলের চাকরিচ্যুতির কথা ফারিয়াকে ই-মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই-মেইলটি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’

প্রসঙ্গত, গত ১৬ মার্চ একটি প্রসাধন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন শবনম ফারিয়াও। সে অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। তেমন একটি ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ওই যুবক।

মন্তব্য করুন