শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পুরোটা না জেনে কাউকে বিচার করা উচিত না: নেহা

বিনোদন ডেস্ক
  ৩১ মার্চ ২০২৫, ১২:২৬
ছবি-সংগৃহীত

মেলবোর্নে কনসার্টে মঞ্চে গান গাইতে উঠে একের পর এক কটাক্ষের শিকার নেহা কক্কর। তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোয় নানা কটূক্তির শিকার হন তিনি। ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছে।

কেন দেরি করে অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি, সেটাও অবশ্য জানিয়েছিলেন নেহা। নেহা জানান, উদ্যোক্তারা নাকি তার থাকার কোনও রকম ব্যবস্থা করে দেননি।

স্বামী রোহনপ্রীত শেষ পর্যন্ত সব কিছু ব্যবস্থা করেছিলেন। অনেক প্রতিকূলতা পেরিয়ে মঞ্চে উঠতেই, রীতিমতো এক ঝড়ের মুখে পড়েন নেহা। এবার রোহনপ্রীত অর্ধাঙ্গিনীর এই অপমান নিয়ে ফুঁসে উঠলেন।

রোহন জানিয়েছেন, আগে থেকে কোনও কিছু অনুমান করে নেওয়ার চেয়ে বিষয়টি এক বার বিবেচনা করে দেখা জরুরি। রোহন বলেন, ‘আমরা সত্যিটা না জেনেই অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলি।’

তার কথায়, ‘কিন্তু পুরোটা না জেনে কাউকে বিচার করা উচিত হবে না। সকলেরই বিষয়টি মেনে চলা উচিত। আমি নেহা এবং গোটা ব্যান্ডকে কুর্নিশ জানাই, এত কিছুর পরেও ওরা অনুষ্ঠান করে গিয়েছে।’

মন্তব্য করুন