বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সম্পর্ক ভালো রাখতে পুরুষ-নারীর সমান ভূমিকা দরকার: আনুশকা

বিনোদন ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৭

২০১৭ সালের ডিসেম্বর মাসে ইতালিতে বিয়ে করেন ভারতের তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কেটে গেছে দীর্ঘ ৭ বছর। এখনো এ দম্পতির বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক খবর শোনা যায়নি। 

তাদের রয়েছে দুই সন্তান, ভামিকা ও আকায়। তবে আজকাল যেখানে বলিউড থেকে ক্রিকেট একের পর এক তারকার সম্পর্ক ভাঙার খবর মেলে, সেখানে বিরাট-আনুশকার সম্পর্ক বেশ মজবুত।

তাদের এই সুখী থাকার ‘রহস্য’ নিজেই ফাঁস করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তিনি জানিয়েছেন, কীভাবে তাদের দুজনের সম্পর্কের সমীকরণটা বেশ মধুর।

আনুশকার কথায়, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং ব্যক্তিগত ছোট-বড় সকল বিষয়ে একে অপরের পাশে থাকা ভীষণ প্রয়োজনীয়, এটাই যে কোনো সম্পর্ককে মজবুত করে। 

একইসঙ্গে আনুশকা মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কে একে অপরকে স্পেস দেওয়াটা ভীষণ প্রয়োজন। তার কথায়, সম্পর্ক সুন্দর রাখতে পুরুষ-নারী দুজনেরই সমান ভূমিকা থাকা দরকার।

অভিনেত্রী মনে করেন, একজন প্রকৃত ভদ্র লোক সকলের প্রতি শ্রদ্ধাশীল হন। প্রাণী থেকে মানুষ সকলের প্রতি দয়াশীল হওয়াও প্রয়োজনীয়। আর যে কোনো সম্পর্কে ভালো শ্রোতা হওয়া খুবই বাঞ্ছনীয়। সবচেয়ে বড়কথা অহংকারবোধ পাশে সরিয়ে রেখে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সবগুলো দিক ঠিকঠাক এগিয়ে গেলেই একটা সম্পর্ক মজবুত হয়।

আনুশকার কথায়, স্বামী-স্ত্রীর সম্পর্কে রসবোধ থাকাও দরকারি। তারা একসঙ্গে থাকলে বোর্ড গেমে তিনি বিরাটকে কীভাবে হারিয়ে দেন, তাকে কীভাবে উত্যক্তও করেন, সেকথাও জানান অভিনেত্রী। 

প্রসঙ্গত, বিরাট-আনুশকার সুখী দাম্পত্যে তাদের দুই সন্তান রয়েছে। এই দুই সন্তানকে বড় করে তুলতে এবং তাদের যথেষ্ঠ সময় দিতে বহুদিন ধরে অভিনয় থেকেও দূরে রয়েছেন আনুশকা শর্মা।

মন্তব্য করুন