বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা থেকে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে জেলা প্রশাসন।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্তবাসীকে সতর্ক করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ অবস্থির স্বাক্ষরিত আদেশ অনুযায়ী ১৬৩ ধারায় এ কারফিউ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে- প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ কার্যকর থাকবে। কারফিউটি সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য হবে।
এ কারফিউর আওতায় যেসব কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তা হলো- আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা।
পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ জমায়েত, মিছিল বা অস্ত্র, লাঠি, রড ও পাথরসহ অন্যান্য অস্ত্রোপযোগী বস্তু বহন, গবাদিপশু, চোরাচালান পণ্য, সুপারি, পানের পাতা, শুকনো মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা ইত্যাদি পাচার।
আদেশে উল্লেখ করা হয়েছে- সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে বেড়াবিহীন হওয়ায় এটি চোরাচালানকারী, অবৈধ অনুপ্রবেশকারী এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের জন্য ঝুঁকিপূর্ণ প্রবেশ পথে পরিণত হয়েছে।
ফলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন