মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
  ১৬ জুন ২০২৫, ১২:২৭

লঘুচাপের প্রভাবে জুন মাসের শুরুতে সারা দেশে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির ধারা এমনভাবে অব্যাহত ছিল যে ঈদের আনন্দ মাটি হয়ে যাবে কিনা, তা নিয়ে সংশয়ে ছিল দেশবাসী। 

তবে সেই আশঙ্কা কাটিয়ে নির্বিঘ্নে ঈদ পেরিয়ে গত কয়েকদিন ধরে দেশে গরম বেড়েছে। এবার গরম নিয়ে আরও একবার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

দেশের কিছু জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেলেও তা কমে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী, পাবনা, ফেনী এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগ ও রংপুর বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু তাপপ্রাবহ বয়ে গেলেও কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।

এর সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সমেয় সারা দেশের দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

শুধু তা-ই নয়, পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবারও (১৭ জুন) তাপমাত্রা কমার এই প্রবণতা থাকবে যা অব্যাহত থাকবে পরের কয়েকদিনও। সেইসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও অব্যাহত থাকবে।

ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। রোদের দেখা মিলছে না বললেই চলে। এই প্রবণতা সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

রোদের তীব্রতা না থাকায় ঢাকায় গতকালের চেয়ে তাপ আজ কিছুটা কম। তবে বাতাসে আর্দ্রতা থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি।

অ্যাকিউওয়েদারের তথ্য বলছে, বিকাল তিনটায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ৩৮ ডিগ্রির মতো গরম অনুভূত হচ্ছিল। অবশ্য বিকাল ৪টার পর থেকে গরম কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া নিয়ে কাজ করা ওয়েবসাইটটি।

মন্তব্য করুন