শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

দুঃস্বপ্নে সময় পার করছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০

টানা চার মৌসুম চ্যাম্পিয়ন হওয়ার পর পঞ্চম মৌসুমে এসে দুঃস্বপ্নের মধ্যে সময় পার করছে ম্যানচেস্টার সিটি। ইতোমধ্যে শিরোপা-স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের, শেষ চারে থেকে লিগ শেষ করাই এখন লক্ষ্য। তবে আর্সেনালের সামনে পড়ে পেপ গার্দিওলার দলের জন্য সেই লক্ষ্যও যেন বহুদূর বলে মনে হলো।

এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল।

নিজেদের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না গানারদের সামনে। আর দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে তা-ই করে দেখালেন মিকেল আর্তেতার শিষ্যরা।

এদিন ম্যাচের শুরুতেই সিটিকে চেপে ধরে আর্সেনাল। এর পরিপ্রেক্ষিতে দুই মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা।

তুলনামূলক ধীরগতির ফুটবল খেলা সিটির খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে উঠে বক্সের ভেতরে অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে পাস দেন কাই হাভার্টস। আর প্রথম ছোঁয়াতেই তা থেকে দলকে এগিয়ে নেন এই নরওয়েজিয়ান। সিটির বিপক্ষে এটিই ওডেগার্ডের প্রথম গোল।

এর চার মিনিট পর আরও এক গোল করেন গাব্রিয়েল মার্তিনেল্লি, তবে অফসাইডে গোলটি কাটা পড়ে। এরপর সমতায় ফিরতে আক্রমণের ধার বাড়ায় সিটি। বেশ কয়েকটি সুযোগও পায় তারা, সুযোগ পায় আর্সেনালও। তবে কেউই আর গোল না পেলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও খেলার একই ধারা অব্যাহত রাখে দুদল। বলের দখল রেখে সুযোগ তৈরি করতে থাকে সিটি, অপরদিকে বল পেলেই পাল্টা আক্রমণে উঠে গোল পাওয়ার চেষ্টা করতে থাকে আর্সেনাল।

এরই ধারাবাহিকতায় ৫৫তম মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লিং হালান্ড। ডান পাশ দিয়ে আর্সেনালের বক্সে ঢুকতে থাকা সাভিনিয়োকে ফিল ফোডেন পাস বাড়ালে বল ধরে কিছুটা এগিয়ে গিয়ে বিপরীত দিকে ক্রস দেন এই ব্রাজিলীয়, আর প্রতিপক্ষের ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডারে ঠিকানা খুঁজে নেন হালান্ড।

সমতায় ফিরলেও দুই মিনিটও তা ধরে রাখতে পারেনি গার্দিওলার শিষ্যরা। ৫৭তম মিনিটেই দুর্দান্ত গোলে গানারদের ফের এগিয়ে নেন তমাস পার্তি।

নিজেদের বক্সের কিছুটা সামনে থেকে বল নিয়ে বেশ কিছুটা দূরে থাকা সতীর্থের উদ্দেশে পাস বাড়ান ফোডেন, তবে ক্ষিপ্রগতিতে এগিয়ে গিয়ে বল ধরে নিজেকে ধাতস্ত করেই বাঁকানো শট দেন পার্তি, আর বুলেট গতির সেই লং শটে স্তেফান ওর্তেগার হাত গলে জালে জড়িয়ে যায় বল।

দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ফের সমতায় ফিরতে মনোযোগী হয় সিটি। এর মাঝে আর্সেনালের তরুণ ইংলিশ মিডফিল্ডার মাইলস লুইস-স্কেলির অসাধারণ নৈপুণ্যে আরও এক গোল খেয়ে বসে গার্দিওলার দল।

৬২তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ড্রিবলিং করে বাঁ পাশ দিয়ে সিটির বক্সে ঢুকে পড়েন লুইস-স্কেলি। এরপর কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ১৮ বছর বয়সী এই তরুণ।

৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে আরও একটি সুযোগ তৈরি করে আর্সেনাল। তবে বক্সের ভেতরে ডান পাশ থেকে মার্তিনেল্লির নেওয়া জোরালো শট প্রতিহত করেন ওর্তেগা।

৭৬তম মিনিটে আরও একবার পাল্টা আক্রমণে উঠে সিটির জয়ের আশা একেবারে শেষ করে দেন হাভার্টস।

আক্রমণে উঠে সিটির বক্সের কিছুটা সামনে থেকে ডান পাশ ধরে এগোতে থাকা হাভার্টসকে পাস দেন মার্তিনেল্লি, আর বল ধরে বক্সে ঢুকে জোরালো আগের গোলটির মতোই কোনাকুনি শটে সিটি সমর্থকদের হৃদয়ে শেল বিঁধে দেন এই জার্মান।

এরপর আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে আর্তেতার শিষ্যরা। সিটির রক্ষণে তারা এমন চাপ তৈরি করে যে তা সামলাতে গিয়েই ব্যবধান কমানোর কথা ভুলে যান হালান্ড-ডি ব্রুইনেরা। তবে ম্যাচ যখন ৪-১ গোলেই শেষ হওয়ার পথে, তখন যোগ করা সময় শেষ হওয়ার আগমুহূর্তে পঞ্চম গোলটি হজম করতে হয় সিটির। সিটির হতাশা ও ঘরের মাঠের সমর্থকদের আনন্দ আরও একটু বাড়িয়ে দিয়ে ম্যাচ শেষ করেন কিছুক্ষণ আগে বদলি নামা ইথান নোয়ানেরি।

এর ফলে ২৪ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও লিভারপুলের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান কমিয়ে ৬-এ নামাল আর্সেনাল। অবশ্য ৫৬ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা লিভারপুলের এক ম্যাচ হাতে রয়েছে।

অপরদিকে, হারলেও নিউক্যাসলের সমান ৪১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সিটি। তবে এক ম্যাচ কম খেলা চেলসি তাদের ম্যাচটি জিতলে ৪৩ পয়েন্ট নিয়ে সিটিকে টপকে চারে উঠে যাবে। ওয়েস্টহ্যামের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি সোমবার রাত ২টায় অনুষ্ঠিত হতে চলা ম্যাচটি ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সিটিকে পেছনে ফেলতে পারবে এনসো মারেসকার দল।

দিনের অপর ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া লিগে টানা ৯ ম্যাচ জয়বঞ্চিত থাকার পর ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।

মন্তব্য করুন