দুটি সাফজয়ী দলের সদস্য অ্যাটাকিং মিডফিলল্ডার সানজিদা আক্তার কোচিং কোর্স করছেন। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) শুরু হয়েছে এএফসি বি-কোচেস লাইসেন্স কোচিং।
এতে অংশ নিচ্ছেন সানজিদা, শিউলি আজিমসহ পাঁচ নারী ফুটবলার। সব মিলিয়ে ২৪ জন কোচ কোর্সে অংশ নিচ্ছেন।
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় দলের বাইরে রয়েছেন সানজিদা। খেলছেন ভুটান নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।
এখন খেলা নেই। তাই কোচিং কোর্স করছেন। সানজিদার কথা, ‘ভুটানে আমার খেলায় দীর্ঘ বিরতি। বাফুফের সঙ্গে যোগাযোগ করেছি কোর্স করার জন্য। আমাকে অনুমোদন দেওয়ায় কোর্সটি করতে এসেছি।’
এই মিডফিল্ডার জানালেন, খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসতে চান। সে কারণেই এই কোর্সে আসা। তিনি যোগ করেন, ‘কতদিন আর খেলব। তাই কোর্স করে রাখছি। সামনে কোচিং পেশায় আসতে পারি। তখন এই কোর্স কাজে দেবে।’
২০১৬ এএফসি অ-১৬ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য সানজিদা ২০২২ ও ২০২৪ দুই সাফ চ্যাম্পিয়ন দলে ছিলেন। ভারতের ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। বি-লাইসেন্স কোচিং কোর্সের ফি ৫০ হাজার টাকা।
নারী ফুটবলারদের কোচিংয়ে উৎসাহিত করতে তাদের কাছ থেকে অর্ধেক ফি নেওয়া হয়েছে। এবারের বি-লাইসেন্সের প্রথম অংশ ৭-১৭ জুলাই ও দ্বিতীয় অংশ ১৯-২৭ আগস্টে অনুষ্ঠিত হবে। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু ইনস্ট্রাক্টর হিসাবে কোর্স পরিচালনা করছেন।
মন্তব্য করুন