ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী আছেন। সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান শামিত সোম। বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ ঘিরে তাই এখন দর্শক আগ্রহ তুঙ্গে।
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে তার অভিষেকের অপেক্ষা। যে কারণে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের (১০ জুন) টিকিটের জন্য দর্শকদের আগ্রহ বেশি।
আজ শনিবার দুপুর ১২টার সময় অনলাইনে টিকিট বিক্রি শুরুর কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে ঘটা করেই এই সময়টা জানানো হয়েছিল। কিন্তু দুপুরে হঠাৎ বাফুফে জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হবে রাত আটটায়।
আগেই আশঙ্কা করা হয়েছিল যে, প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি নিয়ে সমস্যা হতে পারে। সেটিই দেখা গেলো। টিকিট বিক্রি শুরুর আগেই হ-য-ব-র-ল অবস্থা।
১০ ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সরে টিকিটের মূল্য ৫ হাজার টাকা করে। ভিআইপি-১ রেড বক্স টিকিটের দাম ৪০০০ টাকা ধার্য করা হয়েছে, ভিআইপি-২ ও ভিআইপি-৩ এর টিকিটের মূল্য সমান ২৫০০ টাকা করে। এছাড়া স্কাইভিউ ৩০০০, ক্লাব হাউজ-১ টিকিট ২৫০০, ক্লাব হাউজ-২ এর টিকিট বিক্রি হবে ২০০০ টাকায়। আর সাধারণ গ্যালারি টিকেটের প্রতিটির দাম ধরা হয়েছে ৪০০ টাকা।
একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটতে নাম, ফোন নাম্বার, ই-মেইল আইডি এবং এনআইডি (জাতীয় পরিচয় পত্র) কার্ড লাগবে।
মন্তব্য করুন