শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নতুন পরিচয়ে ঢাকায় আসলেন ফুটবলার হামজা

স্পোর্টস ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ১২:২৫

মজা চৌধুরী এর আগেও বাংলাদেশে এসেছিলেন। তবে, এবার এলেন সম্পূর্ণ নতুন পরিচয়ে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের মাটিতে পা রাখলেন তিনি। পেছনে ফেলে এসেছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুবর্ণ সুযোগ।

২৭ বছর বয়সী হামজা আজ সোমবার (১৭ মার্চ) সিলেটে আসেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা ও তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ দলের নতুন এই তারকা প্রথমে যাবেন তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে।

হামজার সঙ্গে এসেছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা এসেছেন আগেই। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। 

ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই মিডফিল্ডারের সুযোগ ছিল ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। কিন্তু, তিনি বেছে নিয়েছেন মাতৃভূমি বাংলাদেশকে।

মন্তব্য করুন