মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পিএসজির মুখোমুখি হচ্ছে ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক
  ২৯ জুন ২০২৫, ১৮:৩৫
ছবি-সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলায় বাংলাদেশ সময় আজ রাত ১০টায় পিএসজির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। ২০২৩ সালে সম্পর্কচ্ছেদের পর এই প্রথম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামছেন লিওনেল মেসি।

কাগুজে-কলমে মিয়ামির চেয়ে অধিক শক্তিশালী দল পিএসজি। যে কারণে এই ম্যাচে জয়ের পেন্ডুলাম ঝুঁকে আছে পিএসজির দিকেই। অতিবড় মিয়ামি ও মেসিভক্তের মুখেও একই কথা। বিষয়টি অস্বীকার করেননি মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানোও।

আর্জেন্টাইন এই কোচও মনে করছেন, পিএসজি নিঃসন্দেহে শক্তিশালী। কেননা চ্যাম্পিয়্ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তারা।

শক্তির দিক থেকে পিছিয়ে থাকার কথা স্বীকার করলেও পিএসজিকে সহজে ছেড়ে দেবে না মিয়ামি। ফরাসি লিগ ওয়ানের ক্লাবটির বিপক্ষে জিততে কঠিন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কোচ মাচেরানো। নিখুঁত পারফরম্যান্স দিতে পারলে জয় সম্ভব বলে মনে করেন তিনি।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, ‘এটা পরিষ্কার এবং আমরা বোকার মতো নই। আমরা জানি ম্যাচের আমরা দুর্বল দল। কিন্তু তার মানে এই নয় যে আমাদের আগেভাগেই গেম থেকে ছিটকে দেওয়া যাবে। আমরা লড়াই করব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

‘আগামীকাল (রোববার) আমাদের সেরা পারফরম্যান্স দিতে হবে, যাতে আমরা একটি এমন দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি যারা শুধু গুণগত দিক থেকেই শক্তিশালী নয় বরং প্রমাণ করেছে যে তারা একেবারে নিখুঁত দল নয়। নিখুঁত দল বলে কিছু নেই এবং তাদের ঘায়েল করা যায়। আমাদের সেই সুযোগগুলো খুঁজে বের করতে হবে।’

গ্রুপ ‘এ’ থেকে দুই ড্র ও এক জয়ে রানার্স-আপ হয়ে নকআউটে ওঠে মিয়ামি। এরপরই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখানে ভুল করার কোনো সুযোগ নেই।

মিয়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেডোন্ডো বলেন, ‘আমরা জানি যে আমরা এখনকার সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি। তাই আমাদের প্রায় নিখুঁত ম্যাচ খেলতে হবে। ওরা এমন একটা দল—তুমি যদি ভেতরে জায়গা দাও, ওরা ভেতর দিয়ে আক্রমণ করে। বাইরে জায়গা দিলে, বাইরে দিয়েও আক্রমণ করে। ওদের দলে একাধিক খেলোয়াড় আছে যারা একা একাই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলতে পারে, ওদের মধ্যে দারুণ সমন্বয়ও আছে।’

পিএসজির চ্যালেঞ্জ সত্ত্বেও মাচেরানো মনে করেন, মেসি ও তার দল মাঠে সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করার সামর্থ্য রাখে।

তিনি বলেন, ‘হ্যাঁ, প্রতিপক্ষের শক্তির দিক থেকে পার্থক্য রয়েছে, এটা সত্যি। কিন্তু আমরা আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। আবার বলছি, আগামীকাল যে ম্যাচ, সেটা এখনো বাকি। আমরা এখনো টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন দেখি এবং আমাদের এখন সব মনোযোগ আগামীকালের ম্যাচে দিতে হবে।’

পিএসজিতে দু’বছর কাটানোর পর ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেন মেসি। প্যারিসের ক্লাবটিতে সময়টা খুব একটা উপভোগ করেননি বলেও বিভিন্ন সময়ে জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। সাবেক ক্লাবের বিপক্ষে প্রতিশোধমূলক মনোভাব নিয়ে মেসি খেলবেন কিনা, এমন প্রশ্নে স্পষ্ট কিছু বলতে চাননি মাচেরানো।

মিয়ামি কোচ বলেন, ‘লিওকে ঘিরে যা কিছু ঘটে, তা স্বাভাবিকভাবেই অনেক মনোযোগ কাড়ে। আমরা আর্জেন্টাইনরা জানি বিশ্বকাপ জয়ের পর থেকে ওকে নিয়ে কত কিছু ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিও ভালো আছে এবং লিও আমাদের জন্য খেলছে—এটাই আমাদের আত্মবিশ্বাস দেয়।’

আজকের জয়ী দল কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।

মন্তব্য করুন