রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে লিটন দাস

স্পোর্টস ডেস্ক
  ০৩ মে ২০২৫, ১০:২১

নাজমুল হোসেন শান্ত আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব করছেন না, সেটা তিনি জানিয়েই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। কিন্তু তার চোটের কারণে এখনই অধিনায়কত্বের বিষয়টা ঘোষণা করতে পারছে না বিসিবি।

আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। দুই সিরিজেই একই দল নামানোর পরিকল্পনা করেছে বিসিবি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন। শনিবার তার এক্স-রে করার কথা রয়েছে। এক্স-রেতে চোটের প্রকৃতি বোঝা গেলে জানা যাবে তিনি আমিরাত সিরিজের আগে ফিট হতে পারবেন কি না। বিসিবি লিটনের চিকিৎসার অগ্রগতি দেখেই অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নেতৃত্বের ক্ষেত্রে দ্বিতীয় পছন্দ ছিলেন তাসকিন আহমেদ। তবে তারও চোট সমস্যা আছে এখন। অ্যাকিলিস ইনজুরির কারণে তার ওপরও নির্ভর করতে পারছে না বোর্ড। এই চোট নিয়ে তিনি বর্তমানে ইংল্যান্ডে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে দুটি সিরিজেই বিশ্রামে রাখা হবে যেন তিনি সেরে উঠতে পারেন।

এর আগে ক্যারিবিয়ান সফরে শেষ টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে না খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লিটন দাস। সেই সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত পরে বোর্ডের সঙ্গে আলোচনা করে টি-টোয়েন্টি অধিনায়কত্ব চালিয়ে না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফলে এখন বিসিবির অধিনায়ক নির্বাচনের দায়িত্ব অনেকটাই নির্ভর করছে লিটনের এক্স-রে রিপোর্টের ওপর।

মন্তব্য করুন