শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

প্রাইম ব্যাংককে ফের ঝোড়ো শতক উপহার দিলেন নাইম

স্পোর্টস ডেস্ক
  ২১ মার্চ ২০২৫, ১৬:৫৮
ছবি-সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে আবারও ঝোড়ো শতক উপহার দিয়ে প্রাইম ব্যাংককে জেতালেন নাইম শেখ। শাইনপুকুরের বোলারদের নাস্তানাবুদ করেই ছেড়েছেন তিনি। এর আগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে চমক দেখিয়েছিলেন বাঁহাতি ওপেনার।

শুক্রবার বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি বেরিয়ে এসেছে নাইম শেখের ব্যাট থেকে। এদিন বাঁহাতি ব্যাটার ৬৪ বলে ৫ ছক্কা ও ১১ বাউন্ডারি হাঁকিয়ে করেছেন ১০৪ রান। তার হার না মানা শতকে শাইনপুকুরকে হেসেখেলে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।

পেসার শফিকুল ইসলাম ও বাঁহাতি স্পিনার নাজমুল অপুর সাড়াশি বোলিংয়ের মুখে মাত্র ১৫৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে দুই ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেন (৪৮ বলে ৪৭) প্রথম উইকেটে ১৫.২ ওভারে ১২০ রান তুলে দিলে জয়ের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায় প্রাইম ব্যাংকের। এরপর মাত্র ২০.১ ওভারেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

৭ ম্যচে প্রাইম ব্যাংকের চতুর্থ জয়ের বিপরীতে শাইনপুকুর হারলো ষষ্ঠবারের মতো।

শাইনপুকুর: ৪৮.৪ ওভারে ১৫৯ (ফারজান আহমেদ ৩৮, শাহরিয়ার সাকিব ২৯; শফিকুল ৩/২১, নাজমুল অপু ৩/২২, রিশাদ ২/৩৭)।

প্রাইম ব্যাংক: ২০.১ ওভারে ১৬২/১ (নাইম শেখ ১০৪*, সাব্বির হোসেন ৪৭; শাহিন আলম (১/৪৫)।

ফল: প্রাইম ব্যাংক ৯ উইকেটে জয়ী।

মন্তব্য করুন