শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন মাহমুদ উল্লাহ

স্পোর্টস ডেস্ক
  ১২ মার্চ ২০২৫, ২১:৪৪
ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

‘বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সবাইকে, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার সাথে ছিলেন আমার কোচ ও মেন্টর হিসেবে।’

‘সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সুখে-দুঃখে আমার শক্তি হয়ে যারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।’

কয়েকদিন শোনা গেছে, মাহমুদউল্লাহ মাঠ থেকে অবসর নেবেন। সতীর্থ, ভক্ত-সমর্থকদের মন জিতবেন। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না।

অনেকটা আক্ষেপের সুরেই মাহমুদউল্লাহ লেখেন, ‘সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা!’

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর খেলছিলেন শুধু ওয়ানডে। আজ ৫০ ওভারের ফরম্যাটকেও বিদায় বললেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।

বাংলাদেশের জার্সিতে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্টে ব্যাট হাতে ২৯১৪ রান ও বল হাতে ৪৩ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। আর ওয়ানডেতে ৫৬৮৯ রানের সঙ্গে ৮২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের সঙ্গে ডানহাতি অভিজ্ঞ তারকার শিকার ৪১ উইকেট।

ওয়ানডেতে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালের বাংলাদেশের চতুর্থ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। এ ফরম্যাটে ৪টি সেঞ্চুরি ও ৩২ ফিফটি আছে তার।

গেল ৫ মার্চ একই কায়দায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পঞ্চপাণ্ডবের আরেক সদস্য অভিজ্ঞ মুশফিকুর রহিম। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বন্ধ হলো বাংলাদেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের রেকর্ড বই।

এর আগে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল খান। পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন অবসর নেওয়া বাকি শুধু সাকিব আল হাসানের।

মন্তব্য করুন