শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ড শুরুতেই চাপে

স্পোর্টস ডেস্ক
  ০১ মার্চ ২০২৫, ১৬:৪০

অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে ৩০০ প্লাস স্কোর করেও দুর্ভাগ্যজনকভাবে হেরে যেতে হয়েছিলো ইংল্যান্ড। যে কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

অন্যদিকে এক ম্যাচ জয় এবং অন্য আরেক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল কাগজে-কলমে হয়তো এখনও নিশ্চিত নয়। 

তবে, অনেকটাই নিশ্চিত হয়ে রয়েছে। কারণ, ইংল্যান্ডের কাছে হেরে গেলে এবং আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ হারলেও সেই রান রেট খুব বেশি যে কমবে তা নয়।

ফলে, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালও প্রায় নিশ্চিত। তবে, ইংল্যান্ডের বিপক্ষে আজ জিতলে প্রোটিয়ারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই নকআউটে যেতে পারবে তারা।

আবার, অধিনায়ক হিসেবে আজই সর্বশেষ ইংল্যান্ডের হয়ে খেলতে নেমেছেন জস বাটলার। সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে একদিন আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ফলে, আজই শেষ ম্যাচ খেলতে নামলেন তিনি।

নিজের শেষ ম্যাচে টস করতে নেমে জয় পেলেন জস বাটলার। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। তবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ইংলিশরা। প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের আগুনে বোলিংয়ের মুখে পড়ে উইকেট হারিয়েছেন ফিল সল্ট এবং জেমি স্মিথ। ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫। ২৩ রানে বেন ডাকেট এবং ২ রানে ব্যাট করছেন জো রুট।

মন্তব্য করুন