শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

১৪ ফেব্রুয়ারি দুবাই যাচ্ছে বাংলাদেশ দল

ক্রিকেট ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরের হোম ক্রিকেটে চলছে নিবিড় অনুশীলন। এরপর ১৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।

দুবাই পৌঁছে সেখানেও একটি বিশেষ অনুশীলন ক্যাম্প করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেই ক্যাম্পের জন্য স্কোয়াডের বাইরের তিন ক্রিকেটারকেও বহরে যুক্ত করা হবে। তারা হলেন–পেসার হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

বাংলাদেশের মূল স্কোয়াডে পেসার রয়েছেন চারজন–তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরের জন্য ব্যাকআপ পেসার রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচের আগে ব্যাটারদের অনুশীলনের জন্য প্রয়োজনীয় বোলার দরকার। সেজন্যই স্কোয়াডের বাইরে থাকা তিন পেসারকে নিয়ে যাচ্ছে দল।

বিসিবির এক সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বলেছেন, ‘দুবাইতে একটা ক্যাম্প হবে, সেখানে নেটে ব্যাটসম্যানদের বল করার প্রয়োজন হবে। স্কোয়াডে থাকা বোলাররা টানা বল করতে পারবেন না। তাই স্কোয়াডের বাইরে থেকে তিনজন পেসার নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, দুবাই পৌঁছে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন