রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সবচেয়ে কঠিন সময় যাচ্ছে: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
  ২৩ মে ২০২৫, ১৩:০২

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা বলেছেন, গতরাতটি ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। 

আমি একটি ভাবনা শেয়ার করতে চাই, যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে। এটি দোষারোপের সময় নয়। এটি আত্মবিশ্লেষণের সময়।

শুক্রবার (২৩ মে) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, রাজনৈতিক নেতাদের মধ্যে ছোটখাটো প্রতিদ্বন্দ্বিতা ও অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে হুমকির মুখে ফেলছে। আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য রক্ত ঝরানো আশা-আকাঙ্ক্ষাকে ক্ষণিকের লাভের জন্য বিপন্ন করতে পারি না।

তিনি আরও লেখেন, ইতিহাস আমাদের শেখায়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই সমাজকে বিভক্ত ও মেরুকরণ করে পুরনো শাসনকে নতুন নামে ফিরিয়ে আনার চেষ্টা করে। 

আমরা যেন তা কখনও না হতে দেই। আমাদেরকে দলাদলি ও বিভাজনের ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব এসেছিল সাধারণ মানুষের হাত ধরে। তাই সংযম, সংলাপ ও ঐক্যের ঋণও আমাদের সেই মানুষদের প্রতিই।

তিনি আহ্বান জানিয়ে লেখেন, আসুন এই মুহূর্তটি হোক ঐক্যের এক মোড়, বিভেদের নয়।

মন্তব্য করুন