রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে নুরের সামনে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
  ০৩ মে ২০২৫, ১০:২৯

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের সামনে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের যুব সমাবেশে এ ঘটনা ঘটে। যুব অধিকার পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে বিসিক শিল্প নগরীর ৪ নম্বর সড়ক এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর যুব অধিকার পরিষদ। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। আর এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।

সমাবেশ চলাকালে মঞ্চের সামনের সারিতে দাঁড়ানো নিয়ে এক নারী কর্মীর সঙ্গে অপর কর্মীর বাকবিতণ্ডা হয়। এসময় আরেক কর্মী এসে নারী কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় অপরজনকে থাপ্পড় মারেন। এ নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এসময় মঞ্চেই বসা ছিলেন সভাপতি নুরুল হক নুর। নুরুল হক নুর মাইকে ঘোষণা দিয়ে তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি নুরুল হক নুর মঞ্চে থেকে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ের পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল আফসার আরমান বলেন, সামান্য বিষয় নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

গণঅধিকার পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাহুল আরেফিন বলেন, আমরা সবাই মঞ্চে ছিলাম। সমাবেশে ধাক্কাধাক্কি থেকে একটু বিশৃঙ্খলা হয়েছিল। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মন্তব্য করুন