শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন বছরকে স্বাগত জানালো তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  ০৬ মে ২০২৫, ১৭:৫৪

KIDLON Night Run Uttara 15K 2025 powered by LinkMyHeart.Com, যা সমতা, সাহস ও সুস্থতার এক অনন্য উদাহরণ।

রাজধানী‌ ঢাকার উত্তরা ১৭নং সেক্টরে ভোররাত্রির নিস্তব্ধতা ভেঙে রাত তিনটায় শুরু হলো এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর আয়োজন KIDLON Night Run Uttara 15K 2025 powered by LinkMyHeart.Com। 

আয়োজক তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ। এই দৌড়ের মাধ্যমে তুলে ধরেছে সুস্থ জীবন, সামাজিক অন্তর্ভুক্তি ও সক্ষমতার নতুন সংজ্ঞা।

আয়োজনের ভেন্যু ছিল শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। এখান থেকে শুরু হয়ে উত্তরা সাউথ মেট্রো স্টেশন পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যের একটি লুপে ১৫০০ জন অংশগ্রহণকারী সম্পন্ন করেন এই রাত্রিকালীন দৌড়। ভোররাতের পরিবেশে প্রাণবন্ত দৌড়ের দৃশ্য সত্যিই ছিল মনোমুগ্ধকর।

এই আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্য ও বেশ কয়েকজন সাধারণ হুইলচেয়ার ব্যবহারকারীর সক্রিয় অংশগ্রহণ। তারা সবাইকে দৃঢ় বার্তা দিয়েছেন, “অসক্ষমতা কোনো বাধা নয়, চাই শুধু মানসিক শক্তি ও সাহস।”

প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এবং গোল্ড স্পন্সর ছিল জিজ পে।
পুরো আয়োজনটির প্রধান সহযোগিতায় ছিল লিঙ্ক মাই হার্ট ডট কম, যারা এই উদ্ভাবনী উদ্যোগের সাথে থেকে অনুষ্ঠানকে করেছে আরও সমৃদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তু করিম – ম্যানেজিং ডিরেক্টর, পেন্টাগন ইন্ড্রাসটিজ লিমিটেড; প্রেসিডেন্ট, অন্ট্রাপ্রনার্স ক্লাব বাংলাদেশ এবং উপদেষ্টা, তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আলিম চৌধুরী – ম্যানেজিং ডিরেক্টর, জিজ পে; সিইও, লিঙ্ক মাই হার্ট ডট কম ও পাকাপেপে।

অতিথি হিসেবে আরও ছিলেন ফরহাদ রেজা – সিইও এবং হেড অফ বিজনেস, ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও। আবু সুফিয়ান নিলোভ – প্রেসিডেন্ট, জেসিআই মানিকগঞ্জ এবং ফাউন্ডার ও সিইও, নিজল ক্রিয়েটিভ।

এই আয়োজনে কেবল শারীরিক সক্ষমতার প্রতিযোগিতা ছিল না, এটি ছিল মানসিক দৃঢ়তা, সামাজিক সংহতি এবং মানবিক মূল্যবোধের উদযাপন। KIDLON Night Run 2025 প্রমাণ করেছে—একটি সমাজ তখনই এগিয়ে যেতে পারে, যখন সবাইকে সঙ্গে নিয়ে পথচলা হয়।

এই আয়োজন এক নতুন মানদণ্ড স্থাপন করেছে রাতের শহরে সুস্থতা, সচেতনতা ও সাম্যের আলো জ্বালিয়ে। আমরা আশাবাদী, আগামী বছর এই দৌড় হবে আরও বড়, আরও আলোকিত।

মন্তব্য করুন