রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  ২৫ মে ২০২৫, ০৭:০৯
ছবি-সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেছেন, সরকার আগামী বছরের জুন মাস পার করবে না।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূস তার কথায় অটল। তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি সেই সময়সীমার বাইরে যাবেন না। পরবর্তী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।’

আলম আরও বলেন, বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তাদেরও একই কথা বলেছেন তিনি।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে তিনটি আলাদা বৈঠক করেছেন।

পরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

এর আগে অন্তর্বর্তী সরকার জানায়, অন্তর্বর্তী সরকারের ওপর আরোপিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে তা মোকাবিলা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’

উপদেষ্টা পরিষদ বলেছে, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের উত্তরণের জনগণের প্রত্যাশা রক্ষা করছে।’

উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকটি প্রধান উপদেষ্টা এবং বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন