বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  ২৬ এপ্রিল ২০২৫, ১৪:২৪
ছবি-সংগৃহীত

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। 

তিনি জানান, প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আর্থনা সম্মেলনে যোগদান শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ও তাকে শ্রদ্ধা জানাতে গতকাল ‌শুক্রবার ইতালির রোমে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে  সরাসরি চলে যান ভ্যাটিকান শহরে। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করেন তিনি।

মতবিনিময়কালে প্রেস সচিব বলেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে ড. ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল ও সৌহার্দ্যপূর্ণ ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি পোপের শেষকৃত্যে যোগ দিতে কাতার থেকে রোমে এসেছেন।

সংবাদ সম্মেলনে  বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকসহ দূতাবাস অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে শুরু হবে  বিশ্বখ্যাত পোপের অন্ত্যোষ্টিক্রিয়া। 

প্রধান উপদেষ্টা এই সময় যোগ দেবেন শ্রদ্ধা নিবেদনের পর্বে। জানা গেছে, যেখানে প্রায় ১৩০ টি দেশের সরকার প্রধানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

মন্তব্য করুন