শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মার্চ ফর গাজা

গণজমায়েত কর্মসূচিতে আহমাদুল্লাহ-আজহারী-হাসনাত

নিজস্ব প্রতিবেদক
  ১২ এপ্রিল ২০২৫, ১৬:২১
ছবি-সংগৃহীত

‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। এতে শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জনস্রোতে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মার্চ ফর গাজার মূল স্টেজে ওঠেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ ও হাসনাত আব্দুল্লাহ।

মূল স্টেজে ওঠতে গিয়ে ভিড়ে তাদের নাস্তানাবুদ অবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজ শেষে কর্মসূচির মিছিলে অংশ নেন তারা।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মাঠে উপস্থিত হয়েছে কয়েক লাখ মানুষ।

এদিকে, ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।

মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন, মার্চ ফর গাজা। বিকেল ৩টা থেকে বিকেল ৪টা। পুরো দেশ রাস্তায় নেমে আসুন, সংহতি জানান। ঢাকাবাসী রাস্তার মেহমানদের পানি খাওয়ান। ছবি নিন, ভিডিও করুন, নিজ আইডিতে পোস্ট দিন।

মন্তব্য করুন