শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে ট্রেনে একসঙ্গে হর্ন বাজানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  ০৯ এপ্রিল ২০২৫, ১২:১৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারাদেশে চলাচলকারী ট্রেনের হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছেন লোকোমোটিভ মাস্টাররা।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ রেলওয়ে রানিংস্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা ৯ এপ্রিল বেলা ১১টায় ৩০ সেকেন্ড হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছি। সারাদেশে যে লোকোমোটিভ যেখানে থাকবে (ট্রেনে, শেডে ও সান্টিংয়ে), একসঙ্গে ৩০ সেকেন্ড হর্ন বাজাবে। এটা আমাদের ইউনিয়নের সিদ্ধান্ত।

মুজিবুর রহমান বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই প্রতিবাদ করতে চাই। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। সারাবিশ্বের মুসলমানদের আমরা এ বিষয়ের প্রতিবাদ করার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন