শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন ডাস্ট অ‍্যালার্জি

লাইফস্টাইল ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৪, ১৪:০৮

অনেক সময় বাসার সব কিছুই নিজের হাতে করতে হয়। মাঝে মাঝে সব কাজ নিজের হাতে করা ছাড়া গতি থাকে না। তবে সবচেয়ে সমস্যা হয় বাড়িঘরের ধুলো পরিষ্কার করতে।

এদিকে আমাদের মাঝে অনেকেরই ‘ডাস্ট অ‍্যালার্জি’ রয়েছে। ধুলোর মধ্যে থাকা নানা জীবাণুর হানায় এমন সমস্যা হয়ে থাকে। বেশি অ্যালার্জিতে শ্বাস বন্ধ হয়ে আসে। ত্বকেও র‌্যাশ, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। এই রোগ থাকলে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেয়াই শ্রেয়।

ওষুধ খেলে এবং নিয়ম মেনে চললে এই ডাস্ট অ‍্যালার্জি অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ছাড়াও এই অ্যালার্জি থেকে রেহাই পেতে রোজের পাতে রাখুন কয়েকটি খাবার। যেমন-

(১) দুগ্ধজাত খাবার: খাওয়ার পাতে রাখুন টক দই, ছানা, লাচ্ছি। এগুলোর প্রোবায়োটিক উপাদান অসুখের জীবাণুর সঙ্গে যেমন লড়ে, তেমনই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ধুলোবালি থেকে অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

(২) দারচিনি: এই উপাদানটিও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই রোজের ডায়েটে দারচিনি দেওয়া চা রাখতে পারেন। এতে শরীর থেকে দূষিত পদার্থগুলো দূর হবে আর অ্যালার্জির সমস্যা থেকেও রেহাই পাবেন।

(৩) বাদাম: ধুলোবালিতে অ্যালার্জি থাকলে রোজ ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করুন। এতে থাকা নানা ধরনের স্বাস্থ্যকর উপাদান অ্যালার্জির সমস্যা দূরে রাখবে। নিয়ম করে কাজু, আখরোট, কাঠবাদাম খেতে পারেন। ড্রাই ফ্রুটস রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।

মন্তব্য করুন