শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

লিপস্টিক পরতে ভালবাসেন?

লাইফস্টাইল ডেস্ক
  ২৪ জুলাই ২০২৫, ১৫:৪৭
ছবি-সংগৃহীত

ত্বকের প্রতি যত্নশীল হলেও ঠোঁটের যত্ন অনেকেই করেন না। অযত্নের কারণে অনেক সময়ে ঠোঁটে কালচে দাগছোপ দেখা দেয়। লিপস্টিকের পরত দিয়েও মাঝেমাঝে সেই কালচে রং ঢাকা যায় না। ঠোঁটের রং বদলে যেতে পারে বিভিন্ন কারণে। সৌন্দর্যের আসল রহস্য রূপটানে নেই। 

ত্বকের মতো ঠোঁটের চাই নিজস্ব জেল্লা। ধূমপানের কারণে কিন্তু ঠোঁটে কালচে ছোপ পড়ে। সিগারেটে থাকা নিকোটিন এবং বেনজোপাইরিন ঠোঁটের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কালো হয়ে যায় ঠোঁট। জেনে নেওয়া জরুরি, ঠোঁট কালো হওয়ার নেপথ‍্যে আর কোন কারণগুলি রয়েছে।

১) শরীরে জলের ঘাটতি দেখা দিলেও ঠোঁটে কালো দাগছোপ দেখা দিতে পারে। জল কম খেলে ঠোঁটের চামড়া অত্যধিক মাত্রায় শুষ্ক হয়ে গিয়ে কালো হয়ে যায়। শরীরের পাশাপাশি ঠোঁটের যত্ন নিতেও জল খাওয়া জরুরি।

২) কখনও কখনও ঠোঁটের কালো দাগ ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষত যদি এই দাগ ক্রমশ বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট স্থানে রক্তপাত হয় এবং ক্রমশ ক্ষতের চেহারা নিতে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। মেলানোমা নামক ক্যানসারের লক্ষণ এটি।

৩) লিপস্টিক পরতে ভালবাসেন? এ ধরনের প্রসাধনী সামগ্রীর বহুল ব্যবহারে ঠোঁট কালো হয়ে যেতে পারে। এর নেপথ্যে রয়েছে লিপস্টিকে থাকা রাসায়নিক। ঠোঁটের চামড়া অত্যন্ত স্পর্শকাতর। রাসায়নিক উপাদানের সংস্পর্শে এসে ঠোঁটের রং বদলে যেতে পারে। মেয়াদ শেষ হয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করলেও এমন হতে পারে।

মন্তব্য করুন