বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  ২১ মে ২০২৫, ১৩:১০

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

বুধবার (২১ মে) সকালের দিকে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৬ সেন্ট বা ১ দশমকি ৬ শতাংশ বেড়ে ৬২ দশমিক ৯৯ ডলার হয়েছে।

যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয় বলে সিএনএন জানিয়েছে।

বুধবার আইএনজি-এর কমোডিটি কৌশলবিদরা বলেছেন, এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগানকেই নয়, বরং বৃহত্তর অঞ্চলজুড়ে সরবরাহ ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক-এর তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা দেশটি থেকে জ্বালানির প্রবাহ বিঘ্নিত করতে পারে।

মন্তব্য করুন