শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ মে ২০২৫, ১১:০৬
ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো হামলাতে এসব প্রাণহানি ঘটে। শুক্রবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১ মে) গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন ও শুক্রবার ভোরে হামলায় আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

প্রতিবেদন বলছে, ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্কের তথ্য অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে, এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ করছে। গাজায় থাকা আল জাজিরার আরবি সংবাদদাতার তথ্যমতে, খান ইউনিসের পূর্বে শেখ নাসর পাড়ায় ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে, এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এর পাশাপাশি উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় ঘটনায়ই এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মন্তব্য করুন