মধ্য ইতালির টাস্কান অঞ্চলের সাতশ জনেরও বেশি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের গণহত্যা এবং ইচ্ছাকৃতভাবে অনাহারের প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছেন।
ইতালীয় সংবাদপত্র কোরিয়ের ফিওরেন্টিনোর তথ্যমতে, আন্দোলনকারীরা মঙ্গলবার থেকে তাদের অনশন শুরু করেছেন। টাস্কানি জুড়ে ৪০টিরও বেশি হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে কাজের বিরতির সময় দুপুরের খাবার এড়িয়ে পালাক্রমে তারা অনশন পালন করেন। গাজার বেসামরিক নাগরিকদের সাথে সংহতি প্রকাশ করে তারা এই অনশনে যোগ দিয়েছেন।
চিকিৎসা কর্মীরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা গাজার পরিস্থিতিকে নিয়মতান্ত্রিক গণহত্যা এবং অনাহারের অভিযান হিসাবে বর্ণনা করেছেন। অনশনকারীরা যেখানে কাজ করেন সেই স্বাস্থ্যসেবা কেন্দ্রের বাইরে নিজেদের ছবিও শেয়ার করেছেন।
এক বিবৃতিতে আয়োজকরা বলেছেন: "গাজার ট্র্যাজেডির মুখে আমরা চুপ থাকতে পারি না। ২১ মাসের যুদ্ধ এবং বহু শিশু সহ ৬০ হাজারের বেশি মৃত্যুর পর মানুষ এখন ক্ষুধায় মারা যাচ্ছে।"বিবৃতিতে আরও বলা হয়েছে: “ইসরায়েলি সরকার গণহত্যা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে পুরো জনসংখ্যাকে অনাহারে রাখছে।”
তারা আরো জানান, এই কর্মসূচি ইতালি জুড়ে পালন করা হচ্ছে এবং এটি মানবাধিকার আন্দোলনের নেতৃত্বে পরিচালিত একটি বৃহত্তর প্রচারণার অংশ। ইসরায়েলি আক্রমণের জন্য কিছু ইউরোপীয় দেশের দেওয়া রাজনৈতিক ও সামরিক সহায়তাকে তারা প্রত্যাখ্যান করেছেন। সূত্রঃ মিডল ইস্ট মনিটর
মন্তব্য করুন