মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাংলাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

নিজস্ব প্রতিবেদক
  ২০ জুন ২০২৫, ০১:১৬
ছবি-সংগৃহীত

বৃষ্টিপাত ও তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪৮ জন ভর্তি হয়েছেন। তবে এ সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। 

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত (১৯ জুন সকাল) ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে মোট ছয় হাজার ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ছয় হাজার ১০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সম্প্রতি ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার লার্ভা জরিপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর প্রাক-মৌসুম জরিপে দেখা গেছে, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। 

জরিপে আরও দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রামে ডেঙ্গুর প্রধান বাহক এডিস অ্যাজিপ্টাই মশা এবং ঢাকার বাইরে এডিস অ্যালবোপিক্টাস নামক মশা বেশি দায়ী। ঢাকায় বহুতল ভবনে সবচেয়ে বেশি (৫৮ দশমিক ৮৮ শতাংশ) এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এবার ঢাকার বাইরে বরিশাল বিভাগের বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা বেশি। এবার ৪৫ শতাংশ জ্বরের রোগীর চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।

দেশে গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মন্তব্য করুন