রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সহস্র টন‌ খাদ্য সহায়তা নিয়ে গাজার পথে বিশাল কাফেলা

আফছার হোসাইন, কায়রো থেকে
  ২৯ জুলাই ২০২৫, ০৯:৩২
ছবি-সংগৃহীত

“তোমাদের ধন-সম্পদ দিয়ে সংগ্রাম করো... ফিলিস্তিনকে বিজয়ী করো”— মিশরের বাইতুজ্‌যাকাত ও সাদাকাত’-এর এই আহ্বানে সাড়া দিয়ে আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত্-তায়্যিব-এর প্রত্যক্ষ নির্দেশনা ও  তত্ত্বাবধানে হাজার হাজার টন মানবিক সহায়তা নিয়ে আবারও গাজার পথে ছুটে চলছে ১১তম ত্রান বহর। 

চলমান ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। শিশুদের ক্ষুধার্ত কান্না, গৃহহীন নারীর আর্তনাদ, চিকিৎসার জন্য অপেক্ষায় মৃত্যুর প্রহর গোনা আহত মানুষের দীর্ঘশ্বাস—এ সবকিছুর মাঝে আলোর একটি আশার রেখা হয়ে এসেছে আল-আজহার শরীফের নতুন উদ্যোগ।

রবিবার (২৭শে জুলাই) হাজার হাজার টন শুকনো খাবার, চিকিৎসা সরঞ্জাম, জীবন রক্ষাকারী ওষুধ, শিশুখাদ্য, ডায়পার, হেলথ কেয়ার পণ্য,  পোশাক, কম্বল, ত্রিপল ১,০০০টি সম্পূর্ণ সজ্জিত তাঁবু পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ বোতলজাত পানীয় নিয়ে ত্রান বহরটি এখন রয়েছে রাফা সীমান্তে। 

এই ত্রান সামগ্রীতে নারী ও শিশুর প্রয়োজন পূরণের দিকে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতি, ক্ষুধা, চিকিৎসার অভাব—সব মিলিয়ে এদের অবস্থা সবচেয়ে শোচনীয়। তাই এবার তাদের পাশে দাঁড়াতে নেওয়া হয়েছে আরও কার্যকর ব্যবস্থা।

বিশ্বের ৮০টির বেশি দেশের বিভিন্ন মানবিক সংস্থা ও ব্যক্তি ইতোমধ্যে আগের ১০টি ত্রান বহর পাঠাতে  সহায়তা করেছিলেন। এবারও তাদের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মিশরে বাইতুজ্‌যাকাত ও সাদাকাত ফাউন্ডেশন।

মন্তব্য করুন