উপমহাদেশের ইসলামী মনীষী,ফকীহ ও সংস্কারক ইমাম আহমদ রেজা খান বেরেলভী (রহ.) এর জীবন,কর্ম ও চিন্তাধারা নিয়ে মিশরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ইসলামী সম্মেলন।
শুক্রবার (১ আগস্ট) মিশরস্থ আ'লা হজরত একাডেমির আয়োজনে দেশটির রাজধানী কায়রোর নাদি- ইল-সিক্কার গোল্ডেন হলে অনুষ্ঠিত সম্মেলনের সূচনা করা হয়। স্পেনের আল- আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নকীব হাসান আন্দালুসির সঞ্চালনায় বাংলাদেশ ও মিশরের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে। সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আল-কুরআন একাডেমির মহাপরিচালক ড. সাইয়েদ এরশাদ আহমাদ আল বুখারী। তেলাওয়াত করেন মিশরের বিশিষ্ট ক্বারী কারীম জিদান ও নাত পরিবেশন করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউর রহমান আহমদী।আয়োজক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন,রাকিব আল হাসান আজহারী ও আ’লা হজরত একাডেমির চেয়ারম্যান হাসান মাসউদ আজহারী।বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, মিশরে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসাইন, মিশরের ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র শায়খ ড. আহমাদ সামির কিন্দির আল আজহারী, আলেক্সজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের হাদীস বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইয়াহইয়া কিত্তানি,বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ মাহমুদ ইয়াহিয়া আল আজহারী, ভারতের ইমাম মাতুরিদী ইনস্টিটিউটের ডিন মোহাম্মদ ইসমাইল আজহারী, ভারতের আ’লা হজরত একাডেমির গবেষক শায়খ গোলাম ইয়াসিন নূরী।আয়োজক কমিটির সভাপতি রাকিব আল হাসান আজহারী সম্মেলনের সাফল্যে সহযোগিতার জন্য কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোঃ ইসমাইল হুসাইন তার বক্তব্যে রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে আন্তর্জাতিক ইসলামিক সন্মেলনের আয়োজকসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,উপমহাদেশের ইসলামী মনীষী,ফকীহ ও সংস্কারক ইমাম আহমদ রেজা খান বেরেলভী (রহ.)-এর জীবন,কর্ম ও চিন্তাধারা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে একজন নির্লোভ নিরহংকার মানবিক মানুষ হিসাবে পরিণত করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অশান্তিসহ মানুষের ব্যক্তিগত,পারিবারিক ও সামাজিক সমস্যাগুলো এই মুজাদ্দিদের গবেষণালব্ধ জ্ঞান চিন্তার আধ্যাত্মিক অনুপ্রেরনণার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। সর্বোপরি পবিত্র কোরানের উদ্ধৃতি দিয়ে তিনি সকলকে ধর্মীয় মত পার্থক্য ভুলে গিয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহর বিধান মানার আহ্বান জানান।
ড.এরশাদ আহমাদ আল বুখারীর পরিচালনায় হৃদয় ছোঁয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। যেখানে মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশেষ ভাবে গাজার নিপীড়িত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে মিশরস্থ বাংলাদেশ কমিউনিটির প্রবীণ সদস্য, গণমাধ্যমকর্মী, দেশটিতে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র সংগঠন ইত্তিহাদ এর নেতৃবৃন্দ, আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন