উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মিশরে এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিলের আয়োজন করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
মঙ্গলবার, ২২ জুন, মিশরের রাজধানী কায়রোর দাররাসায় অবস্থিত দারুল আজহার বাংলাদেশ কেন্দ্রে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন দারুল আজহারের চেয়ারম্যান শায়েখ হাবিবুল বাশার আজহারী।
অনুষ্ঠানের শুরুতেই মিশরের বিশিষ্ট ক্বারী ড. হুসাম সাকার কুরআন তিলাওয়াত করেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের মাওলানা শারাফাত উল্লাহ নদভী। তিনি বলেন, “এই শোকের মুহূর্তে আমাদের ছাত্রদের উচিত নিজেদের আত্মিক ও নৈতিকভাবে গড়ে তোলা। দেশ ও জাতির উন্নয়নে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন কিয়ামতের দিনে সেই সব পিতা-মাতাকে জান্নাত দান করবেন—যাঁরা ধৈর্যের সঙ্গে সন্তান হারানোর বেদনা সহ্য করেছেন। আমরা যেন তাঁদের পাশে দুঃখের এই সময়টা
মন্তব্য করুন