বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে মিলনমেলা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মান
  ২৯ এপ্রিল ২০২৫, ১৩:৫৮

‘নতুন দিগন্তের সন্ধানে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে’ এই স্লোগানকে সামনে রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পরিচালিত হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী।

 রোববার ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এই সংগঠনটির উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের এক মন্মুগ্ধকর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন।

প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়ন, সহ সভাপতি লিপি আমজাদ, শাফী হোসাইন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা পপি নুপুর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়নের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক, কমিউনিটি এবং সংগঠনটির নেতৃবৃন্দ।

নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের মাঝে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে কাজ করছে সংগঠনটি।

প্রবাসী বাংলাদেশীদের অরাজনৈতিক এই সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দিবস পালন, বছরে একাধিকবার মিলনমেলা এবং বার্ষিক ইসলামিক মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। 

মন্তব্য করুন